মোঃ আরমান হোসেন, দিনাজপুরঃ দিনাজপুর সদর উপজেলায় “শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার” স্থাপনের জন্য প্রকল্প অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দিনাজপুর বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় হুইপ বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে ন্যূনতম এসএসসি বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে।
এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উদ্যোক্তা ও স্টার্টআপ তৈরি এবং আইটি খাতে যুব সমাজের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে।
২৫ আগষ্ট মঙ্গলবার প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপার্সন শেখ হাসিনা এই প্রকল্প অনুমোদন দিয়েছেন।
হুইপ ইকবালুর রহিম এমপির অনুরোধ ও চাহিদাপত্রের ভিত্তিতে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে দিনাজপুরের যুব সমাজকে তথ্য প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকে এই প্রকল্পের অনুমোদন দেন। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে হাজার হাজার বেকার যুবক-যুবতীর বিশ্বব্যাপী কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দ্রুত গতিতে ইন্টারনেট সেবার মান বাড়বে।
এএসবিডি/আরএইচএস