বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘোষণাপত্র ফলপ্রসূ করতে আরও আলোচনার সিদ্ধান্তঃ আসিফ নজরুল। পুনর্বিবেচনা করা হচ্ছে নিত্যপণ্যে ভ্যাটের বিষয়টিঃ অর্থ উপদেষ্টা। পিরোজপুরে বাসচাপায় নিহত ২, আহত ১। মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ। উচ্চ আদালতের নির্দেশে গুইমারা’র ২ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে। ১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর। আবারো মিথ্যা ও হয়রাণীমূলক মামলা থেকে অব্যাহতি পেলেন কৃষিবিদ শামীমুর রহমান। পূবাইলে বিদেশি পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। সৈয়দপুর প্রিমিয়ার লীগ সিজন-৫ এর খেলোয়ার ড্রাফস সম্পন্ন।

মুন্সীগঞ্জের ধলেশ্বলী নদীতে পোনামাছ অবমুক্তকরণ।

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
মুন্সীগঞ্জের ধলেশ্বলী নদীতে পোনামাছ অবমুক্তকরণ।

”নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ও উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করলেন বাংলাদেশ নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদীতে দেশিয় প্রজাতির বিভিন্ন প্রকারের মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

এসময় তিনি বলেন, এক সময়ে খালে বিলে এবং বিভিন্ন জলাশয় দেশীয় প্রজাতির অনেক মাছ পাওয়া যেত যা এখন খুবই কম। এর প্রধান কারণ হলো জলাশয় ও পুকুর কমে যাওয়াতে দেশীয়  প্রজাতির মাছ  কমে যাচ্ছে।  তাই আমরা নদী ও উন্মুক্ত জলাশয়ে  দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করছি।  যাতে করে দেশে মাছের চাহিদা মিটানো যায়। এছাড়াও তিনি  বাল্কহেড মালিকদের প্রতি দূর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর থেকে নৌপথে সকল ধরনের বাল্কহেড চলাচল বন্ধের  আহবান জানিয়ে বলেন,বাংলাদেশ নৌ পুলিশ দেশের সকল নৌপথ নিরাপদ রাখতে সোচ্চার হয়েছে তাই সন্ধ্যার  পর থেকে যেনে কোন বাল্কহেড নৌপথে চলাচল না করে বিষয়টি নিশ্চিতে করতে হবে। অন্যথায় নৌ পুলিশের পক্ষ থেকে  নৌপথ নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে  বলেও জানান তিনি ।

 এসময় নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মামুদার সভাপতিত্বে  আরো উপস্থিত ছিলেন, নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান ইরান, ঢাকা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের  উপ পরিচালক ড, এস এম রেজাউল করিম, জেলা প্রশাসক মো: আবু জাফর রিপন,পুলিশ সুপার মো.আসলাম খান,

মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সালা বিপ্লব,বীর মুক্তিযোদ্ধা মো: মতিউল ইসলাম হিরু, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুস সোবাহান, চরআব্দুল্লাপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ হাসনাত জামান,মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ মাহবুব হোসেন,কলা গাছিয়া ফাড়ি ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ, বাংলাদেশ  নৌযান শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন ও মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সহ নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102