শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহ হতে পারেঃ আবহাওয়া অফিস। বাগেরহাটের রামপালে জাতীয় সমাজসেবা দিবস পালিত। ইজতেমা মাঠের নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রস্তুতি শুরু জুবায়েরপন্থিদের। অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি। বাংলাদেশকে ‘হারিয়ে যাওয়া ভাই’ বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ভারতে বাংলাদেশীদের অনুপ্রবেশে সাহায্য করছে বিএসএফঃ মমতা। বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ৬৪ ভারতীয় জেলে। নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেইঃ তারেক রহমান। চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর। নির্বাচন কমিশনে বড় রদবদল, ৬২ কর্মকর্তাকে বদলি-পদায়ন।

ঝগড়ারচর বাজার বণিক সমিতি লিমিটেডের ২৩তম বার্ষিকী সভায় ধর্মপ্রতিমন্ত্রী দুলাল এমপি।

মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
ঝগড়ারচর বাজার বণিক সমিতি লিমিটেডের ২৩তম বার্ষিকী সভায় ধর্মপ্রতিমন্ত্রী দুলাল এমপি।
শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার বণিক সমিতি লিমিটেডের ২৩ তম বার্ষিকী সভা উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।শুক্রবার (২০) অক্টোবর বিকেল ৩.৫০ মিনিটের দিকে ঝগড়ারচর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রোমান,শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম,
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুস সালাম,ভেলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম সহ,বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা,কর্মী,ও জনসাধারণ এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
এসময় ঝগড়ারচর বাজার বণিক সমিতি লিমিটেডের সভাপতি শ্রী অরুণ কুমার মোদক এর সভাপতিত্বে,সঞ্চালনায় ছিলেন,ঝগড়ারচর বাজার বণিক সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম,সহ বণিক সমিতির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসময় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি বলেন,এই সরকার উন্নয়নের সরকার,এই সরকার থাকলে দেশ বিশ্বের বুকে উন্নতিশীল দেশ হিসেবে দাঁড়াবে।এছাড়াও ঝগড়ারচর বাজারে ড্রেইনের ব্যবস্থা এবংকি বণিক সমিতি লিমিটেডের জন্য একটি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
এছাড়াও এই সরকারের বিভিন্ন কর্মসূচি ও উন্নয়নের ধারা তুলে ধরে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান জনসাধারণকে
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102