শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার বণিক সমিতি লিমিটেডের ২৩ তম বার্ষিকী সভা উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।শুক্রবার (২০) অক্টোবর বিকেল ৩.৫০ মিনিটের দিকে ঝগড়ারচর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রোমান,শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম,
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুস সালাম,ভেলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম সহ,বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা,কর্মী,ও জনসাধারণ এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
এসময় ঝগড়ারচর বাজার বণিক সমিতি লিমিটেডের সভাপতি শ্রী অরুণ কুমার মোদক এর সভাপতিত্বে,সঞ্চালনায় ছিলেন,ঝগড়ারচর বাজার বণিক সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম,সহ বণিক সমিতির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসময় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি বলেন,এই সরকার উন্নয়নের সরকার,এই সরকার থাকলে দেশ বিশ্বের বুকে উন্নতিশীল দেশ হিসেবে দাঁড়াবে।এছাড়াও ঝগড়ারচর বাজারে ড্রেইনের ব্যবস্থা এবংকি বণিক সমিতি লিমিটেডের জন্য একটি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
এছাড়াও এই সরকারের বিভিন্ন কর্মসূচি ও উন্নয়নের ধারা তুলে ধরে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান জনসাধারণকে