দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টায় জেলা প্রশাসন চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, মহিউদ্দিন জাহাঙ্গীর পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে জেলা প্রশাসন চত্ত্বর থেকে একটি র,্যালি বের করা হয়।
পরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভাই সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।