রামপালে সাংবাদিকদের সাথে এমপি মনোনয়ন প্রত্যাশী নবীরুজ্জামান বাবুর মতবিনিময়।
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তিনি জানান যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩(রামপাল-মোংলা) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে তিনি নির্বাচন করতে চান। তিনি বলেন যে, ছোটবেলা থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট নেতৃত্ব দরকার। এ বিবেচনায় তিনি নিজেকে স্মার্ট নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে তিনি মনে করেন। দল তাকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে মনোনয়ন দিলে তিনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে স্মার্ট রামপাল-মোংলা গড়ে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের আরও জানান যে, তিনি এর পূর্বেও দুই বার আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন। এবারও তিনি এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম কিনবেন। তিনি আরও বলেন যে, তিনি যদি এবার দলীয় মনোনয়ন না পা, তবে দল যাকে মনোনয়ন দিতে তিনি তার পক্ষে কাজ করবেন।
মতবিনিময় সভায় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডঃ চয়ন মন্ডল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকার সিদ্দিকসহ দলীয় নেতা-কর্মীরা।