সোমবার (১৬ অক্টোবর) বিকাল ৪.০০ টায় রামপাল উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে হুড়কা ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা ছায়েরা খাতুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলির সঞ্চালনায় এ মানববন্ধনে উপজেলার ১০ টি ইউনিয়নের দেড় হাজারের অধিক মহিলা আওয়ামী লীগের কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত হাজারো কর্মীরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপমন্ত্রী হাবিবুন নাহারকে পূনরায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান। তারা আরও বলেন যে, রামপাল-মোংলায় উপমন্ত্রী হাবিবুন নাহার শান্তি, স্থিতি ও একতার প্রতীক। কেসিসি’র মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক ও এমপি হাবিবুন নাহার প্রায় ৩০ বছর এ জনপদের মানুষের সাথে মিশে থেকে এক অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি করেছে। তারা সততা ও আদর্শের সাথে রামপাল-মোংলার সকল শ্রেণির মানুষের ভালো-মন্দের সাথে মিশে আছেন। উপমন্ত্রী হাবিবুন নাহারকে পূনরায় মনোনয়ন দিলে এ জনপদের মানুষ শান্তিতে থাকবে বলে উপস্থিত মহিলা আওয়ামী লীগের হাজারও নেতা কর্মী মনে করেন। তারা আরও বলেন যে, উপমন্ত্রী হাবিবুন নাহারকে এ আসনে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোট জয়ী হবেন। তাই নেতা কর্মীরা আবারও হাবিবুন নাহারকে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামিল হাসান জামু, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোসাঃ সুলতানা পারভীন (ময়না), সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, গাজী গিয়াস উদ্দিন, শেখ নূরুল আমিন, মোঃ বজলুর রহমান, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্টো, হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।