‘আপনার নাগালেই পরিচ্ছন্নর হাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে র্যালি ও হাতধোওয়া প্রদর্শনীর মধ্যে দিয়ে বিশ্ব হাতধোওয়া দিবস উদযাপিত হয়েছে। গত ১৫অক্টোবর রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের হয়। র্যালি শেষে হাতধোওয়ার বিভিন্ন পদ্ধতি প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, থানার এসআই বকুল হোসেন, উপজেলা সহকারী প্রগ্রামার সাদ্দাম হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন সহ শিক্ষক-শিক্ষার্থীগণ।