জয়পুরহাটে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভাই এমপি দুদু।
জয়পুরহাটে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর) বিকেলে দোগাছী ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবাড়ী এম, এম, ডিগ্রী কলেজ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দোগাছী ইউপি চেয়ারম্যান সামসুল আলম সুমন এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লুন নাহার।
সভাই আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন হিমু, দোগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ, চকবরকত ইউপি চেয়ারম্যান শাহজাহান আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি , এবংবিভিন্ন শ্রেণী পেসার জনগন।