কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিংগারডাবরীর হাট পাছগাছী এলাকায় তিস্তা টু কু্ড়িগ্রাম রেলপথে পাকিস্তান আমলে নির্মিত একটি ব্রীজের তিনটি অংশ কযেকদিনের বৃষ্টির পানির স্রোতে ক্ষতিগ্রস্থ হওয়ায় কুড়িগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল সেতুর নিচে ইটের তৈরি পিলার ধ্বসে যাওয়ায় ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।
এর ফলে কুড়িগ্রাম থেকে সরাসরি ঢাকা যাতায়াতকারী কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম থেকে পারবতীপুর যাতায়াতকারী একটি লোকাল ট্রেন ও কুড়িগ্রাম থেকে কাউনিয়া রেলস্টেশন পর্যন্ত যাতাযাত করা একটি শ্যাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে প্রায় শতাধিক শ্রমিক দিয়ে অস্থায়ী ভিত্তিতে সেতুটি মেরামতের কাজ করছে রেল কর্তৃপক্ষ। এ বিষয় জানতে চাইলে ১৪ তারিখে তিস্তা পথ বিভাগের উর্ধতন উপসহকারী প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা জানান, গতরাত থেকে মেরামতের কাজ চলছে। আজ শনিবার দুপুরের দিকে কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
রেল কর্তৃপক্ষ জানায়, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কাজ শেষ না হওয়া পর্যন্ত লালমিনরহাট থেকে যাতায়াত করবে। কুড়িগ্রামের যাত্রীদের লালমনিরহাট, তিস্তা অথবা কাউনিয়া স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে।