বাগেরহাট সদরের রাখালগাছিতে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৯নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (১৩ই অক্টোবর) বিকাল ৪টায় সি এন্ড বি বাজার স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবলীগের সহ সভাপতি ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক লিটন সরকার।
রাখালগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য কাজী জাহিদ সরোয়ার টিটু।
এ সময় অন্যান্যের মধ্যে ষাটগম্বুজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: মনির হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার আলী হোসেন, খানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা আলফাজ হোসেন, গোটাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার, খানপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ কামাল হোসেন, রাখালগাছি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সিথীন্দ্রনাথ দাস রনি, রাখালগাছি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা পারভীন, যুব মহিলা লীগের সভাপতি চন্দ্রনা রানী বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আলিফ, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য দীপক সাহা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে শেখ আরিফুল ইসলাম-কে সভাপতি ও শেখ রুহুল আমিন-কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করেন।