বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের ১৫ বছর উপলক্ষে উন্নয়ন প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গত (১২ই অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে বাগাতিপাড়া উপজেলার ১নং পাকা ইউনিয়নের লোকমানপুর বাজারে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার গত ১৫ বছরে বিভিন্ন উন্নয়ন চিত্র জনসাধারণের মাঝে তুলে ধরে লিফলেট বিতরণ পথসভা ও উন্নয়ন প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
উন্নয়ন প্রচার মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতিকুল হক আতিক।
এসময় আতিকুল হক আতিকের নেতৃত্বে একটি প্রচার মিছিল লোকমানপুর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবাব আলী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান দোলন, ১ নং পাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হামিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি মিজানুর রহমান, মোজাম্মেল হক, পাকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও লোকমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির সহ এলাকার যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রচার মিছিল শেষে, আতিকুল হক আতিক ফুটবলের অগ্রগতির জন্য যুবক ও কিশোরদের মাঝে ফুটবল ও ক্রিড়া সামগ্রী উপহার দেন।