চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জয়া দাশ (২৬) নামে এক নারী মারা গেছেন এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৯ জন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৭১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৭৮০ জন। এছাড়া বাকি ২৯১ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮৯ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১২ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৯০ জন ভর্তি রয়েছেন।
তিনি জানান, জেলায় এ বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন।