মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতারণ করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব। ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ। বাগেরহাটের রাখালগাছি ইউপি’তে ১৬দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত। ঠাকুরগাঁওয়ের হরিপুরে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত। উপপুলিশ কমিশনার তানভীরকে সচিবালয় থেকে অপসারণ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন মঙ্গলবার। পুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে। গোয়েন্দাদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য, সচিবালয়ের অগ্নিকাণ্ড পরিকল্পিত! ৩০ ডিসেম্বরঃ আজকের নামাজের সময়সূচি। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব তুলে দেয়া হলো যার হাতে।

ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের পুনর্মিলনী ১৪ অক্টোবর।

ইদুল হাসান, ইবি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের পুনর্মিলনী ১৪ অক্টোবর।

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের পুনর্মিলনী। বুধবার (১৪ অক্টোবর) বিভাগটির সভাপতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় উপস্থিত ছিলেন বিভাগটির সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার এবং অধ্যাপক ড. শফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, সহ সভাপতি রুমি নোমান, সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক তাজমুল হক জায়িম  এবং প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম নাহিদ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিভাগটিতে প্রথমবারের মতো অ্যালামনাই ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন হতে যাচ্ছে। একইসাথে বিভাগের রজতজয়ন্তী উদযাপন করবে কর্তৃপক্ষ। এই আয়োজনে বিভাগটির সাবেক ও বর্তমানদের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশ নেবেন।

এছাড়াও, পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসেবে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দিনব্যাপী আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামসহ ফলিত পুষ্টি ও প্রযুক্তি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

বিভাগটির সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, আগামী ১৪ অক্টোবর ফলিত বিজ্ঞান ও খাদ্য প্রযুক্তি বিভাগের আয়োজনে রজতজয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলন-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে সাবেক ও বর্তমানদের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর  মাধ্যমে বর্তমানদের সাথে প্রাক্তনদের যোগসূত্র গড়ে উঠবে। আয়োজনটিকে কেন্দ্র করে আমাদের সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার সকলের সহযোগিতা একান্ত কাম্য।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102