উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ কে উপজেলা আওয়ামী যুবলীগের সংবর্ধনা।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ইং এ নীলফামারী জেলা পর্যায়ের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হাওয়ায় নীলফামারী সদর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে নীলফামারী জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও নীলফামারী সদর উপজেলার চেয়ারম্যান মোঃ শাহিদ মাহমুদ কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২ই অক্টোবর) আওয়ামী লীগের জেলা কার্যালয়ে নীলফামারী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রবানন্ধ রায় রাখাল”র সভাপতিত্বে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিদ মাহমুদ কে ফুল ও ক্রেস দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।
নীলফামারী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিদ মাহমুদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদিক তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সুফি সবুজ, অর্থ বিষয়ক সম্পাদক শাহ্ আনোয়ার সহ নীলফামারী জেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিদ মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত-দিন কাজ করে যাচ্ছেন। আমাদের নেত্রী শেখ হাসিনা আজ বিশ্বনেত্রী। তিনি প্রবীণের মেধা আর নবীনের প্রাণশক্তি কাজে লাগিয়ে সব অপশক্তির মোকাবেলার আহবান জানান।
নীলফামারী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রবানন্ধ রায় রাখাল বলেন,সুখী সমীদ্ধ বাংলাদেশ গড়তে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। ২০৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ বিনির্মাণে যুবলীগ কাজ করে যাবে।