সরকারের পতনের ঘণ্টা বেজে গেছেঃ মো. শাহজাহান।
বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন এই অবৈধ সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে।
শনিবার বিকালে নগরীর দোস্ত বিল্ডিংয়ে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
আগামী ৫ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এই প্রস্তুতি সভার আয়োজন করে।
মো. শাহজাহান বলেন, “সহজ সরল পথে এই জালিম সরকার বিদায় নিবে না। আন্দোলনের শক্তিতে তাদের বিদায় করতে হবে। বেগম খালেদা জিয়া প্রয়োজনে জীবন দিবেন, তবুও সরকারের কোনো শর্ত মেনে মুক্তি চাইবেন না।”
তিনি বলেন, “জনগণের সব অধিকার আজ ভূলন্ঠিত। বেঁচে থাকার অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার, সংবাদপত্রের অধিকারসহ কোনো অধিকারই মানুষ পাচ্ছেনা। অবৈধ ভোট চোর সরকার জোর করেই ক্ষমতা দখল করে রেখেছে। তারা জনগণের রায়কে ভয় পাই, তাই তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চায় না।
“এ কারণেই আমাদের এক দফা আন্দোলন। এই সরকারকে বিতাড়িত করে এদেশের জনগণকে মুক্ত করে আমরা বাংলাদেশের মানুষের সকল অধিকার আবার ফিরিয়ে দিতে চাই।”
সভার প্রধান বক্তা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, “অক্টোবর মাস হবে শেখ হাসিনার পতনের মাস। আওয়ামী লীগের দুঃশাসনে বাংলাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মুখোমুখি। ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া ক্ষমতাসীনদের সরানো যাবে না।”
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক মোহাম্মদ বেলাল।