শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার। অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ পরিচালনায় থাকতে পারে নাঃ মির্জা ফখরুল। মানুষ আর ভারতের মিথ্যা গুজব ও দাদাগিরি পছন্দ করে নাঃ আজহারী। আ.লীগ নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড। কালিগঞ্জে জাতীয় পর্যায়ে ২০২৩ সালের শাপলা কাপ অ্যাওয়ার্ড পরীক্ষা চলমান। ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামে যুবদল নেতা নিহত। বাগেরহাটে পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত। সুদ-ঘুষের বয়ান,ইমামকে চাকরি ছাড়তে বললেন সভাপতি। জুমার নামাজ শেষে ফেরার পথে বিএনপি কর্মিকে গুলি ও জবাই করে হত্যা।

সরকারের পতনের ঘণ্টা বেজে গেছেঃ মো. শাহজাহান।

প্রতিবেদকঃ শেখ মিজানুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

সরকারের পতনের ঘণ্টা বেজে গেছেঃ মো. শাহজাহান।

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন এই অবৈধ সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে।

শনিবার বিকালে নগরীর দোস্ত বিল্ডিংয়ে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।

আগামী ৫ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এই প্রস্তুতি সভার আয়োজন করে।

মো. শাহজাহান বলেন, “সহজ সরল পথে এই জালিম সরকার বিদায় নিবে না। আন্দোলনের শক্তিতে তাদের বিদায় করতে হবে। বেগম খালেদা জিয়া প্রয়োজনে জীবন দিবেন, তবুও সরকারের কোনো শর্ত মেনে মুক্তি চাইবেন না।”

তিনি বলেন, “জনগণের সব অধিকার আজ ভূলন্ঠিত। বেঁচে থাকার অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার, সংবাদপত্রের অধিকারসহ কোনো অধিকারই মানুষ পাচ্ছেনা। অবৈধ ভোট চোর সরকার জোর করেই ক্ষমতা দখল করে রেখেছে। তারা জনগণের রায়কে ভয় পাই, তাই তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চায় না।

“এ কারণেই আমাদের এক দফা আন্দোলন। এই সরকারকে বিতাড়িত করে এদেশের জনগণকে মুক্ত করে আমরা বাংলাদেশের মানুষের সকল অধিকার আবার ফিরিয়ে দিতে চাই।”

সভার প্রধান বক্তা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, “অক্টোবর মাস হবে শেখ হাসিনার পতনের মাস। আওয়ামী লীগের দুঃশাসনে বাংলাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মুখোমুখি। ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া ক্ষমতাসীনদের সরানো যাবে না।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক মোহাম্মদ বেলাল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102