শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

বিরামহীন গণসংযোগে মোহসিন রেজা।

মিনহাজ দিপু,কয়রা।
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
বিরামহীন গণসংযোগে মোহসিন রেজা
দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির প্রশ্নে সর্বদা আপোষহীন বজ্রকণ্ঠ, মুজিব আদর্শে আদর্শিক সমৃদ্ধ পাঠশালা,তৃণমূলের আস্থার নেতা জিএম মহসিন রেজা  বিরামহীন গণসংযোগে করে যাচ্ছেন।
কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম মোহসিন রেজা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে  বুধবার  (২৭ সেপ্টেম্বর ) দিনব্যাপী  পাইকগাছা পৌরসভার সকল বাজার এবং উপজেলার রাড়ুলী বাজার, বাঁকা বাজারসহ  উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ শুরু করেছেন। গণসংযোগের দ্বিতীয়  দিনেই খুলনা-৬ আসনে দলীয় প্রার্থীর পরিবর্তন চেয়ে মোহসিন রেজার পক্ষে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।
এসময় মোহসিন রেজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের গুণাবলী তুলে ধরে বলেন, একসময় বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত ছিলো। বর্তমানে জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল  দেশের কাতারে ওঠে এসেছে বাংলাদেশ। আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারেও প্রশংসিত।
তিনি আরো বলেন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর বাংলাদেশের অনেক প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যসহ বিশেষ ক্ষমতাধর দেশের প্রধানমন্ত্রীরা পাত্তাও দিতেন না। জননেত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর বাংলাদেশের গণতন্ত্র সুমোন্নত রেখে দেশের সার্বিক উন্নয়ন সমানতালে এগিয়ে নিচ্ছেন। তাঁর নেতৃত্ব বিশ্ব নেতাদের কাছে গ্রহণযোগ্য বলেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন- আপনি আমাদের জন্য বড় অনুপ্রেরণা। এটি আমাদের গর্বের বিষয়। আমরা আশাবাদি আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই গড়ে ওঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ আসনে নিজেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ঘোষণা দিয়ে জিএম মোহসিন রেজা বলেন আমি আমার মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনা এবং খুলনার ঠিকানা আমাদের অভিভাবক শেখ হেলাল উদ্দিন কাছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইব। আমাকে যদি দলীয় মনোনয়ন দেয়া হয়, তাহলে অতীতের সকল রেকর্ড ভেঙে এই আসনে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। আর যদি কোন কারণে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া হয়, তাহলেও আমি দলের পক্ষে সবাইকে নিয়ে কাজ করবো।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ-প্রাচীন রাজনৈতিক দল। এখানে এমপি হওয়ার মতো অনেক  যোগ্য লোক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদে জনগণের পক্ষে কথা বলতে পারবে এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে মনোনয়ন দিলে দল এবং দেশের মানুষের পাশাপাশি তৃণমূলের কর্মীরা মূল্যায়িত হবে।
গণসংযোগকালে উপস্থিতছিলেন নিশিত রঞ্জন মিস্ত্রি সাধারণ সম্পাদক কয়রা উপজেলা আওয়ামী লীগ,বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী , জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,  বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক , যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ কয়েক হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102