সখীপুরে বিভিন্ন এলাকায় গণসংযোগ করলেন আলহাজ্ব শওকত শিকদার।
গতকাল (মঙ্গলবার) দিনব্যাপী দলীয় নেতা কর্মী নিয়ে উপজেলার একাধিক ইউনিয়নে কয়েকটি স্থানে গণসংযোগ করেন তিনি।
বেলা ৩ টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে সাধারণ জনতার সাথে সাক্ষাত করেন। পরে ঐ বাজারেই পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
এরপর বেলা সাড়ে ৩ টায় কালিয়া বাজারে পথসভায় যোগদান করেন।
বেলা সাড়ে ৪ থেকে বিকেল ৬ টা পর্যন্ত বড়চওনা, কুতুবপুর,রাজনীতিমোড় সহ বিভিন্ন স্থানে পথসভায় যোগদান করেন।
এছাড়া সন্ধার পর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর উন্নয়নকর্ম তুলে ধরে তিনি গণসংযোগ করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার পথসভায় বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তাই তিনি দলের নেতাকর্মীদের বলেন, সকল ভুল ত্রুটি ও ভেদাভেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকেই দলীয় মনোনয়ন দিবেন।