ইসলামী আন্দোলনের কর্মীদের উপর পরীক্ষা চলছে; ধৈর্যের সাথে উত্তীর্ণ হতে হবে -আ ন ম শামসুল ইসলাম।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ওপর পরীক্ষা চলছে। এই পরীক্ষায় ধৈর্যের সাথে উত্তীর্ণ হতে হবে। আমরা এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আমাদের জন্য অপেক্ষা করছে মহাপুরস্কার। আল্লাহ চাইলে আমরা সে পুরস্কারের কিছু অংশ দুনিয়াতে বিজয় হিসেবে পাব। আর আখিরাতেও আল্লাহ তায়ালা মুমিনদের পাওনা বহুগুণ বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আ ন ম শামসুল ইসলাম এ কথা বলেন।
কোতোয়ালি থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান ও মহানগরীর সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূইয়া। প্রমুখ।