বেগম জিয়ার কিছু হলে সারাদেশে আগুন জ্বলবেঃ মীর নাছির।
বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেছেন, বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণের স্পন্দন। তিনি কখনো কারো সঙ্গে আপস করেননি। সবাই তাকে দেশের গণতন্ত্রের মা হিসেবে চিহ্নিত করেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কাজীর দেউরী সংলগ্ন নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে ছোট ছোট মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক এড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান প্রমুখ।