চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সিএফসি ও সিক্সটি নাইনের গ্রুপের মধ্যে দফায় দফায় অন্তত ছয়বারের মতো সংঘর্ষ হয়। দুই দিন ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০-৬০ জনকে রাম দা হাতে দেখা যায়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সাড়ে ১১টা থেকে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে চবির শাহজালাল ও শাহ আমানত হলে সংঘর্ষ চলছে।
বিবাদে জড়ানো পক্ষ দুইটি হলো- শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও সিক্সটি নাইন।
এর আগে গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের র্যাগ-ডে উদ্যাপনের সময় সিএফসি ও সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে সিএফসির অনুসারীরা শাহ আমানত হলে এবং সিক্সটি নাইনের অনুসারীরা শাহজালাল হলে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ ও কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।