টুকাইয়ের ঈদ
কনক হাসান ফাহিম
ঈদ নাকি খুশির দিন বলে সর্বজনে
কত লোক বসে আছে স্টেশন কী ফুটপাতে।
ঈদের খুশি ছড়ায় শুধু ধনিদের মাঝে
গরিবরা কি তাদের মতো জুতো জামায় সাজে?
তাইতো এই টুুকাই ছেলে ঘুরে আদুল গায়ে
ধনীর ছেলের চলন দেখে তার ভিতরে জ্বলে
ঈদ নাকি খুশির দিন বলে সর্বজনে।
ঈদের দিনে পুলাও কুরমা শেমাই চিনির গ্রানে
বস্তির ঐ টুকাই ছেলের মন কি না টানে?
ঈদের দিনে সবাই যখন বাবার হাত ধরে
জুতা জামায় সেজে গুজে ঈদের নামাজ পড়ে
টুুকাই তখন একা কাঁদে বাশের খুটি ধরে।