সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে কারাফটক থেকে পুনরায় গ্রেপ্তারে তিব্র নিন্দা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও সাবেক এমপি এবং চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে শনিবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বের হওয়ার সময় হাইকোর্টের আপিল বিভাগের নির্দেশনা না মেনে কারাফটক থেকে মিথ্যা মামলা দিয়ে পুনরায় গ্রেফতারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিশর্ত মুক্তির দাবী জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এক যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতৃবৃন্দকে কারাবন্দি রেখে চরম জুলুম নির্যাতন করছে। জামায়াত নেতা ও জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী চট্টগ্রামসহ সারাদেশের জনপ্রিয় নেতা।তিনি সার্বক্ষণিক জনগণের।সেবায় নিয়োজিত থাকেন।তিনি একজন প্রবীণ পার্লামেন্টারিয়ানও বয়োবৃদ্ধ প্রবীণ জামায়াত নেতা। তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ।
জামায়াত নেতৃবৃন্দ আরো বলেন,দীর্ঘ আড়াই বছর পযর্ন্ত তিনি কারারুদ্ধ। দেশের সর্বোচ্চ আদালত থেকে বার বার জামিনে মুক্তির পরও তাকে চারবার কারাফটকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।এবার দেশের সর্ব্বোচ্চ আদালত।সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির রায়ে জামিনে মুক্তির পরও পুনরায় কারাফটক থেকে গ্রেফতার কারা কর্তৃপক্ষের সুপ্রিম কোর্ট অবমাননা। আমরা এহেন অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
জামায়াত নেতৃবৃন্দ বলেন,আওয়ামী লীগ দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না।দেশে নির্বাচনের পূর্বে জামায়াত নেতৃবৃন্দকে বার বার মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা চালাচ্ছে।জামায়াত নেতৃবৃন্দ এ ধরনের অমানবিক ও অগণতান্ত্রিক আচরণ বন্ধ করার জন্য এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য এবং নিঃশর্ত মুক্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী জানান।