বাগেরহাটে উপজেলা তাঁতীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
বাগেরহাট সদর উপজেলা তাঁতীলীগের কর্মী সমাবেশ আজ শনিবার (২৩শে সেপ্টেম্বর) উপজেলার মেগ্নিতলা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ তন্ময় এম.পি, সম্মানিত অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুইয়া এ্যাডভোকেট হেমায়েত উদ্দিন, প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা তাঁতীলীগের অভিভাবক ও সংগ্রামী সভাপতি আলহাজ্ব তালুকদার আ: বাকি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদ রানা, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এমএ মতিন, যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেগ এমদাদুল হক বাচ্চু, কাড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান পল্টন, বাগেরহাট পৌর তাঁতীলীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সদর উপজেলা তাঁতীলীগের সভাপতি শেখ জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক লিটন দাস লিটু।
এ সময় বাগেরহাট সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে তাঁতীলীগের নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে উপস্থিত হন।
বক্তারা তাদের বক্তব্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার জন্য আহ্বান জানান। তারা বলেন, এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প আর কাউকে ভাবছে না দেশের সাধারণ মানুষ। দেশকে আর ২০০১ সালে ফিরিয়ে নিতে চাই না উল্লেখ করে বলেন, জামাত বিএনপি ক্ষমতায় এলে দেশে অরাজকতার সৃষ্টি হয়। তাই দেশের মানুষ বিএনপি জামাতকে বয়কট করেছে। তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে চাই।