জামায়াতে ইসলামীর সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম ২ বছর পর কারামুক্ত।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, জামায়াতের নায়েবে আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আ ন ম শামসুল ইসলাম দীর্ঘ ২ বছর ১৩ দিন পর শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
এর আগে বহুবার আদালত থেকে জামিন পেলেও কারাফটক থেকে পুনরায় আটকের কারণে কারামুক্ত হতে পারেননি তিনি।
মুক্তির পর তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার আমার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছিল। মহান আল্লাহর রহমতে এবং দেশবাসীর দোয়ায় আমি মুক্তি পেয়েছি। আমি অবিলম্বে আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও আমার ঘনিষ্ঠ সহযোদ্ধা, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীসহ সকল রাজবন্দীর মুক্তির দাবি জানাচ্ছি।’
উচ্চ আদালতের নির্দেশনার পরও গত শুক্রবার সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে পুনরায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।