নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন বাতিল হওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি করার অধিকার আছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ও জামায়াতের আমীরসহ সবার মুক্তি চাই।
যুগপৎ আন্দোলনের একদফা দফা দাবিতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উত্তর বাড্ডা ওভারব্রিজের সামনে পদযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে নুরুল হক নুর বলেন, ১৪ বছরের ভোটবঞ্চিত তরুণরা রাস্তায় নেমেছে। বেকারত্বের অভিশাপে জর্জরিত তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাস্তায় নেমেছে। একদফা দাবি আদায় না করে ঘরে ফিরব না। ছাত্রলীগ-যুবলীগ-পুলিশ লীগ দিয়ে জনতার কণ্ঠ রোধ করা যাবে না।
ডাকসুর এই সাবেক ভিপি বলেন, আজ বিএনপি-জামায়াতসহ বিরোধীদের ১৪ বছর ধরে নির্যাতন করা হচ্ছে। বেগম খালেদা জিয়াকে ছয় মাস পর পর জামিনের নামে নাটক করছে, যাতে তিনি যেন রাজনীতি করতে না পারেন। আজ খালেদা জিয়া যদি রাজপথে থাকতেন, এই আন্দোলন আরও তুঙ্গে চলে যেত। সরকার সেটা বুঝতে পেরে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক করে রেখেছে।
জামায়াতেরও রাজনীতি করার অধিকার আছে মন্তব্য করে নুরুল হক নুর বলেন, সরকার জামায়াতকে সভা-সমাবেশ করতে দেয় না। অথচ স্বাধীন দেশে সব নাগরিকের রাজনীতি, সভা-সমাবেশ, সংগঠন করার অধিকার আছে। আমাদের পরিষ্কার কথা, সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতেই হবে।