বগুড়া সান্তাহারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল।
বগুড়ার সান্তাহার পৌর যুবদল এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা আল- আকসা জামে মসজিদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির উপদেষ্টা ফিরোজ মো: কামরুল হাসান, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান লিটন, যুবদলের নেতা জুয়েল, সাদেক, রাসেদ, সোহেল, সুমন, রাহিম, নয়ন, সবুজ, আশিক, আকাশ, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ আবিদ, তাঁতী দলের ফারুক, জাকির, জনি প্রমুখ।