ধর্মপাশায় প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ।
শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করনীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকুরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ মুকুল সহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ এবং এসএমসির সদস্যবৃন্দ ও ছাত্রছাত্রীসহ এলাকার শতাধিক মায়েরা অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।