বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চিলাহাটি থেকে রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে নাটোর স্টেশনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করার জনান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যাক্তির পরিচয় সনাক্তের জন্য চেস্টা করা হয়েছিল। কিন্তুু অজ্ঞাত নিহত ব্যক্তির পরিচয় না পাওয়ায়, তাকে সরকারি আঞ্জুমান গোরস্থানে দাফন করা হয়েছে। এই বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।