মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :

ইবি ‘অভয়ারণ্যে’র পরিবেশবান্ধব গাছ বিতরণ।

ইদুল হাসান, ইবি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
ইবি ‘অভয়ারণ্যে’র পরিবেশবান্ধব গাছ বিতরণ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন অভয়ারণ্যের উদ্যোগে এবং অঙ্কুর নার্সারির পৃষ্ঠপোষকতায় ‘সবুজের যত্ন’ আয়োজনে পরিবেশবান্ধব গাছ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এটির আয়োজন করে সংগঠনটি।
অভয়ারণ্যের “সবুজের যত্ন” আয়োজনটির উদ্ভোদন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ও অভয়ারণ্যের উপদেষ্টা ড. শাহাজাহান মন্ডল স্যার। আয়োজনে ফোটোগ্রাফিক পার্টনার হিসেবে ছিলেন “রিজওয়ান ক্রিয়েটিভ ফোটোগ্রাফি”।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভ্যানচালক, ফুটপাতের খাবার বিক্রেতা ও অসহায় অসচ্ছল পরিবারকে শতাধিকের বেশি ফলজ গাছ বিতরণ করা হয়। এছাড়াও প্রায় একশোটি পরিবারকে আম, আমড়া, মাল্টা ও পেয়ারা গাছ দেওয়া হয়।
সংগঠনটির সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, “আমরা বরাংবরই চেয়েছি সকলকে জানাতে এই পরিবেশ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি সম্পর্কের বড় একটা দায় পরিবেশের সাথে জীবের। এই সম্পর্ক রক্ষা করতেই আমরা কাজ করে যাচ্ছি পরিবেশের জন্যে।  তারই একটা ছোট আয়োজন এই ‘সবুজের যত্ন’।”  সংগঠনটির সাধারণ সম্পাদক হাসিন ইন্তেসাফ অর্প বলেন, “পরিবেশেকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের সবার। আমাদের আশেপাশের খেটে খাওয়া মানুষেরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অনেক সময় মৌসুমি ফলও তারা খেতে পারেননা। তাই আমরা এই আয়োজনের মাধ্যমে একই সাথে শ্রমজীবী এবং পরিবেশকে ভালো কিছু উপহার দিচ্ছি।”
সংগঠনটির উপদেষ্টা শাহাজাহান মন্ডল স্যার বলেন, “নিশ্চয় পরিবেশের যত্ন নেওয়া উচিত আমাদের। এই পরিবেশ টিকে আছে বলেই আমরা টিকে আছি।  বাংলাদেশের সংবিধানেও বলা হয়েছে জলবায়ু ও পরিবেশের যত্ন নেওয়ার কথা। এ জন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি করা। অভয়ারণ্যকে ধন্যবাদ এতো সুন্দর আয়োজন করার জন্য।”
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102