জয়পুরহাটে মাসব্যাপী তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধন।
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় মাসব্যাপী তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া গোবিন্দগঞ্জ রাস্তার দুপাশে ৫০০ বীজ রোপণের মাধ্যমে শুভ উদ্বোধন করেন সাংবাদিক, লেখক ও পরিচালক এম রাসেল আহমেদ। মাসব্যাপী কার্যক্রমে ২০ হাজার তালবীজ জয়পুরহাট জেলার বিভিন্ন রাস্তার দুপাশে রোপণ করা হবে। এসময় সকলের উদ্দেশ্যে এম রাসেল আহমেদ বলেন,
তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে।
তালগাছের বাকলে পুরু কার্বনের স্তর থাকে। তাল গাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে সহায়ক। প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে হবে। বীজ সংগ্রহকারী মো ফজলুর রহমান বলেন, ঘন সবুজে আবৃত বিস্তীর্ণ ধানখেত, মাঝখানে কর্দমাক্ত মেঠোপথ, তার দুই পাশে মাথা উঁচু তালগাছ আমাদের উপকূল ও গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। এমন সুন্দর ও নৈসর্গিক দৃশ্য এখন খুঁজে পাওয়া দুর্লভ। তালগাছ স্বল্পতার কারণে বজ্রপাতের হাত থেকে রক্ষা পায় মানুষ ও পশুপাখি।
পরিবেশবাদী সংগঠন এর মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার বলেন, আশ্রয় হিসেবে তালগাছ বাবুই পাখিদের বড়ই প্রিয় জায়গা। বাবুই ছাড়াও অঞ্জন, বাদুরসহ নানা প্রাণী আশ্রয় হিসেবে এ গাছটি বেছে নেয়। দেশে তালগাছ প্রায় বিলুপ্ত হওয়ায় মৃত্যুর ঘটনাও বাড়ছে।আমাদের প্রচুর তালগাছ লাগাতে হবে।
তালে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস আছে যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে। এন্টি অক্সিডেন্ট গুণ সমৃদ্ধ হওয়ায় তাল ক্যান্সার প্রতিরোধে সক্ষম। এছাড়া স্বাস্থ্য রক্ষায় ও স্মৃতিশক্তি বাড়াতেও তাল বেশ উপকারী। তালে আছে ভিটামিন-বি, তাই ভিটামিন-বি এর অভাবজনিত রোগ প্রতিরোধে তাল ভূমিকা রাখে।
এসময় আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী রনি,শিহাব, মুন্না,আনোয়ার সহ স্থানীয় লোকজন।