শার্শায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা।
যশোরের শার্শায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে উপজেলা পরিষদের ইউওন রুমে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভ টিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কমিটির সভাপতি ইউএনও নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে,প্রধান অতিথির হিসেবে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর মেয়র নাছির উদ্দিন, শার্শা থানার (ওসি) আকিকুল ইসলাম ,বেনাপোল পোর্ট থানার (ওসি) কামান হোসেন ভূঁইয়া ,উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান,ভাইস- চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস-চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ডাঃলক্ষিন্দার কুমার দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মৌসুমী হালদার,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল ওউপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ