বাগেরহাটে আন্ত স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন।
বাগেরহাট সদর উপজেলার জোন পর্যায়ের আন্ত স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ আজ রবিবার (১০ই সেপ্টেম্বর) সকাল ৯ টায় ঐতিহ্যবাহী কে.পি.আর. ফুটবল মাঠে উদ্বোধনী খেলার মধ্য দিয়ে দুই দিনব্যাপি ফুটবল ইভেন্ট শুরু হয়েছে।
পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মেজবাউজ্জামান টিপুর সভাপতিত্বে রাখালগাছি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ফারাজী প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শক্তি নারায়ণ দাস, রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র ঘোষ সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী, খেলোয়াড় ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় রণভূমি মীরেরডাঙ্গা দাখিল মাদ্রাসা-কে ট্রাইবিকারে লুটন ব্রিটিশ মাধ্যমিক বিদ্যালয় পরাজিত করে। দুই দিনব্যাপী এই খেলায় বালক বিভাগে মোট ১০টি স্কুল ও মাদ্রাসা এবং বালিকা বিভাগে ২টি বালিকা বিদ্যালয় অংশগ্রহণ করবেন।
আগামীকাল সোমবার (১১ই সেপ্টেম্বর) ফাইনালের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই খেলার সমাপ্তি হবে। ফাইনালে বিজয়ী বালক ও বালিকা দল চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করবে।