বগুড়া সান্তাহারে ইয়াবাসহ দুইজন গ্রেফতার।
বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা এক মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছেন।
সান্তাহার টান পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় সান্তাহার পৌর এলাকার মালশন রোডে পাওয়ার প্লান্ট এর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন আদমদিঘী উপজেলার ছাতনী পূর্বপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে নাজিউর রহমান শাকিল (২৩) ও একই গ্রামের আব্দুল মতিনের ছেলে মমিনুল ইসলাম মমিন (২৫)।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনসার রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।