খাগড়াছড়িতে বিপুল পরিমান ভারতীয় মালামাল আটক।
পার্বত্য খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্প কর্তৃক জালিয়াপাড়া বাজার এলাকায় বিপুল পরিমান মালিকবিহীন অবৈধ সিগারেট, ঔষদ ও কাপড় আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
১০ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১টায় সেনাবাহিনীর বিএ-৮৪৫৬ মেজর এ কে এম ফয়সাল এর নেতৃত্বে ১টি সি টাইপ ডমিনেশন পেট্রোল পরিচালনা করার সময় একটি কার্ভাড ভ্যান হতে মালিকবিহীন ২৯ কার্টুন সিগারেট, ২ কার্টুন ঔষধ এবং ২ কার্টুন কাপড় আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৫ লক্ষ টাকা বলে ধারনা করা হয়।
পরবর্তীতে আটককৃত জিনিস সমুহ চট্টগ্রাম কাস্টমসের নিকট হস্তান্তর করা হবে বলে জানায় গুইমারা রিজিয়নের সেনাকর্মকর্তারা।