রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগে শখের কবুতর ধরতে গিয়ে তৃতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে জিল্লুর রহমান জীবন (৩৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জীবন নোয়াখালীর সেনবাগ থানার খাজুরিয়া গ্রামের মৃত তবারক উল্লাহর ছেলে। বর্তমানে সে গেন্ডারিয়া থানাধীন ৩৭/বি স্বামীবাগের রোকেয়া ভিলায় থাকতেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সালাউদ্দিন স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ৮ টা ৪০মিনিটের দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ছোট ভাই ইয়াসিন রতন জানান, আমার ভাই ছোট বেলা থেকেই কবুতর পালনের শখ ছিল। এখনও সে কবুতর পালে। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমাদের স্বামীবাগ বাড়ির তৃতীয় তলার ছাদে কবুতর ধরতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে সালাউদ্দিন স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাত্র ৩০ দিন আগে আমার এই ভাইয়ের একটি পুত্র সন্তান হয়েছে। এখন আমরা কিভাবে এই শোক কাটিয়ে উঠবো তা বলে বুঝাতে পারছি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।