শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে চুলকাটিতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন। সচিবালয়ে অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিতঃ সারজিস আলম। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক। রামপাল ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত। না ফেরার দেশে চলে গেলেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল। ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত। ৩১শে জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা। সচিবালয়ে অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তি দাবি মির্জা ফখরুলের। দেশে ফিরেই নতুন বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী। ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিতঃ মির্জা ফখরুল।

ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল সভা।

মোঃ আব্দুল্লাহ আল মারুফ,ঝিনাইদহ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল সভা।
আজ ৯ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলটি শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
এবার ভিন্ন এক পরিস্থিতিতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে বিএনপি। ১৬ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনে রয়েছে।
বিএনপি প্রতিষ্ঠা করেন প্রয়াত রাষ্ট্রপতি
জিয়াউর রহমান ১৯৭৮ সালের আজকের এই দিনে। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন।
এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সহধর্মিণী খালেদা জিয়া। সেই থেকে তিনিই দলের চেয়ারপারসন হিসেবে রয়েছেন।
এখন খালেদা জিয়ার অসুস্থতার কারণে তাঁর ছেলে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে। সকাল সাড়ে ১০টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতৃক্রতিতে শ্রদ্ধা নিবেদন করবেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা মহিলা দলের সভাপতি অধ্যাক্ষ কামরুন নাহার লিজি,সাধারণ সম্পাদক সাবেক মহিলা ভাইয়ের চেয়ারম্যান ঝিনাইদহ সদর উপজেলা মোছাঃ তহুরা খাতুন ও জ্যেষ্ঠ নেতারা। সেখানে ফাতিহা পাঠ করা হয়।
বেলা ১১টা শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন- ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আনারুল ইসলাম বাদশা,সাধারণ-সম্পাদক জাহিদুরজামান মনা,সাংগঠনিক সম্পাদক সাজ্জেদুর রহমান পপ্পু, জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুর জ্জামান সমিন, লাইলি বেগম,পলি খাতুন, প্রমুখ
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102