হীমেল মিত্র অপু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের ২৪ জন করোনাজয়ী পুলিশ যোদ্ধা রক্তের প্লাজমা দিতে রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত কেন্দ্রীয় হাসপাতালের উদ্দ্যেশে রওনা দিয়েছেন।
মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে নৈশকোচে কুড়িগ্রাম হতে ঢাকা রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালের উদ্দ্যেশে রওনা হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র অনুপ্রেরনায় করোনাজয়ী ২৪ জন পুলিশ সদস্য হাজারো করোনা পজিটিভ মানুষদের সহায়তায় এ সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ কুড়িগ্রাম।
করোনাকালীন সময় থেকে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ কুড়িগ্রামের সদস্যরা।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যদের অনেকেই আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৭; দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি দুইজন পুলিশ সদস্যকে; বাকিরা আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবারও দায়িত্ব পালন করছেন বলে তিনি উল্লেখ করেন।
এ পর্যন্ত গবেষনায় প্রাপ্ত ফলাফলে দেখা গেছে করোনা থেকে মুক্ত রোগীদের শরীরে তৈরীকৃত এন্টিবডি অন্য রোগীদের চিকিৎসায় ভাল ফল দেয়, যা মুলত সংগ্রহ করা হয় রক্তের একটি উপাদান প্লাজমা থেকে। কুড়িগ্রাম জেলা পুলিশের করোনাজয়ী ২৪ জন পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালে প্লাজমা দেয়ার নিমিত্তে মঙ্গলবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছেন।
ঢাকা রওনা দেয়ার আগে গর্বিত করোনাজয়ী ২৪ জন পুলিশ সদস্য দের পুলিশ লাইনে শুভেচ্ছা জানান পুলিশ সুপার কুড়িগ্রাম মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম সহ পুলিশের উর্ধতন সকল কর্মকর্তাগণ।