নুরআলম নাহিদ চিলমারীঃকুড়িগ্রামের চিলমারী উপজেলার ৮’শত বন্যার্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে চিলমারী ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে ৮শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ফুড প্যাকেজে চাল, ডাল, তেল, লবণ, চিনি , সুজি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী,উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম,ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, উপজেলা নির্বাহী অফিসার এ ডাব্লিউ, এম রায়হান শাহ, জেলা পরিষদ সদস্য রেজাউ করিম লিচু, একরামুল হক বুলবুল,কুড়িগ্রাম উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ মজনু, রেডক্রিসেন্ট কার্যনির্বাহী সদস্য কাজিউল ইসলাম প্রমুখ।