বগুড়ার সান্তাহার জংশন এলাকা থেকে পাইলট রায় (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছেম সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত পাইলট নওগাঁ সদর পার নওগাঁর সুকুমার রায়ের ছেলে।
গতকাল রবিবার ৩ সেপ্টেম্বর সকালে সান্তাহার রেলওয়ে থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় গত শনিবার রাত ১টায় সান্তাহার জংশন স্টেশনের দুই নম্বর প্লাটফর্মের দক্ষিণে পাইলট রায় এইচএসসি পরীক্ষার্থী এক গৃহবধূ ও তার বান্ধবীর সাথে আলাপ করছিল।
এসময় তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর টহল সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের রেলওয়ে থানায় সোপর্দ করেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান গ্রেফতারকৃত পাইলটের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়।
এবং দুই মেয়ে এইচএসসি পরীক্ষার্থী হওয়ায় তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। ওসি আরো জানান পাইলটের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় জুয়া ও নারী-শিশুসহ ৬টি মামলা রয়েছে।