বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিট পুলিশং সমাবেশে সচেতনামূলক সভা অনুষ্ঠিত। 

মোঃজাহাঙ্গীর আলম মাস্টার, তারাকান্দা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ। 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিট পুলিশং সমাবেশে সচেতনামূলক সভা অনুষ্ঠিত। 
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ৬নং ঢাকুয়া ইউনিয়নের হরিয়াগাই বাজারে মাদক, ইভটিজিং, জুয়া, যৌতুকবিরোধী ও বাল্য বিবাহবিরোধী, নারী নির্যাতন, চুরি, ডাকাতি ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিট পুলিশং সমাবেশে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ আগষ্টে, ২০২৩ইং) দুপুরে তারাকান্দা উপজেলা  ৬নং ঢাকুয়া ইউনিয়নের হরিয়াগাই বাজারে তারাকান্দা  থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বিট পুলিশং সমাবেশে সচেতনামূলক সভায় সভাপতিত্বে ছিলেন গ্রাম্য ডাঃ আব্দুল গণি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাকান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম এবং তার সাথে ছিলেন মোঃ আতাহার হোসেন তালুকদার (ফুলপুন থানা) তারাকান্দা থানার এএসআই শামসুর রহমান,  এএসআই কালিদাস, এএসআই আরমান, ৬নং ঢাকুয়া ইউনিয়নের আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীসহ সকল শ্রেনী-পেশার  সাধারন জনগণ।
সভায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, জঙ্গি, বাল্য বিবাহ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, চুরি, ডাকাতি ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সমাজের সকল শ্রেণিপেশার মানুষদের সহযোগিতা প্রয়োজন। মানুষ সচেতন হলে সমাজ থেকে অপরাধ কমে আসবে। সুষ্ট ও সুন্দর সমাজ গঠনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বক্তারা।।
 স্থানীয় লোকজনরা বলছেন, এই ভাবে মাঝে মাঝে ৬নং ঢাকুয়া ইউনিয়নের হরিয়াগাই বাজারে মাদক, ইভটিজিং, জুয়া, যৌতুকবিরোধী ও বাল্য বিবাহবিরোধী, নারী নির্যাতন, চুরি, ডাকাতি ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিট পুলিশং সমাবেশে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হলে সমাজে অপরাধ কমে যাবে এবং অপরাধ করতে ভয় পাবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102