শার্শায় সীমান্তে ফেনসিডিল উদ্ধার।
যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে শার্শা থানার পুলিশ।
সোমবার (২৮ আগষ্ট)সকালে শার্শা থানাধীন ছোট মান্দারতলা গ্রাম থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন,ছোট মান্দারতলা গ্রামের ঈদগাহের সামনে চেকপোষ্ট স্থাপন করে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।এ সংক্রান্তে শার্শা থানায় একটি মামলা হয়েছে।