বগুড়া সান্তাহারে হেরোইনসহ একজন গ্রেফতার।
বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজার হাটখোলা এলাকার হযরত নামের এক মাদক ব্যবসায়ীকে ৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেছেন পুলিশ।
গ্রেফতারকৃত হযরত আলী খাঁন (৫৪) আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার নতুন বাজার হাটখোলা এলাকার মৃত সোলেমান খাঁনের ছেলে। গ্রেফতার বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, গতকাল রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিলের জন্য দায়িত্ব পালন কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হাটখোলা এলাকায় হযরত আলীর বাসায় মাদকদ্রব্য কেনা-বেচা হচ্ছে।
এমন সময় আমি ও টাউন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আজিমুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আসামি হযরত আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন গতরাতে হেরোইনসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ দুপুরে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।