চট্টগ্রাম নিউ মার্কেট এলাকা থেকে ছিনতাইকারী গ্রেপ্তার।
চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে দুর্ধর্ষ ছিনতাইকারী চক্রের এক সদস্যকে একটি মোবাইল সহ গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (২৮ আগস্ট) দুপুর ১ টায় নগরের নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিউ মার্কেটের ঠিক দক্ষিণ পাশে রেস্টুরেন্ট২৪ এর স্টাফদের আবাসিক বাসা থেকে দুটি মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোবাইল বাকি মোবাইল ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। এর আগেও সে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো বলে জানিয়েছে।
চট্টগ্রামে হঠাৎ ছিনতাই বেড়ে যাওয়ায় আতঙ্কে নগরবাসী। প্রতিদিনই নগরের কোথাও না-কোথাও ছোট-বড় ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
দু-একটি ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশি ঝামেলার কারণে অনেকেই থানায় মামলা করেন না। মামলা হলেও ছিনতাইকারীদের শনাক্ত করতে পারছে না পুলিশ। তবে পুলিশের দাবি গ্রেপ্তার অভিযান ও টহল অব্যাহত আছে।