বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

অভিনব কায়দায় নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণা-নারীসহ গ্রেপ্তার-৩।

জোবায়ের হোসেন রিহান, ফেনী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

অভিনব কায়দায় নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণা-নারীসহ গ্রেপ্তার-৩।

 

ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজার এলাকায় নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণাকালে নারীসহ তিনজনকে আটক করেছে  পুলিশ।

 

এই ঘটনায় পুলিশ একটি নকল স্বর্ণের বার ও একটি সিএনজি জব্দ করেছে।শনিবার প্রতারণার মামলা দিয়ে তাদের হাজতে প্রেরণ করা হয়।

দাগনভূঞা পুলিশ পরিদর্শক মোঃ রাসেল মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় প্রতারকদের ধরতে পুলিশ ছদ্মবেশে ফাঁদ পাতে।

এ সময় প্রতারকদের একজন নোয়াখালীর সেনবাগ থানার ইয়ারপুর গ্রামের ইমন আলীর ছেলে সাইফুল ইসলাম(৩২) সিএনজি চালক সেজে সিএনজি চালাচ্ছিলেন।

 

পেছনে যাত্রী বেশে বসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ মিলন(৩২) ও চট্টগ্রাম সন্দীপ উপজেলার মাইটভাঙ্গা গ্রামের ইলিয়াস সওদাগর মেয়ে রাশেদা আক্তার(২৭)।

ছদ্মবেশে তাদের সাথে যোগ দেন এক পুলিশ সদস্য। তারা পুলিশ সদস্যকে সিএনজির যাত্রী সিটের মাঝখানে বসতে দেন ।

এরপর সিএনজি ড্রাইভার যাত্রীদের উদ্দেশ্যে বলেন যে তিনি অশিক্ষিত মানুষ ,তার কাছে কাগজে মোড়ানো এক টুকরো স্বর্ণ আছে , তা যাত্রীরা দেখবেন কিনা জিজ্ঞেস করেন।

যাত্রীরা দেখেন কাগজের টুকরো লেখা আছে এই স্বর্ণ দিয়ে একটি কাকন ও নাকের ফুল ও কানের দুল বানানোর জন্য স্বর্ণকার কাছে নিয়ে যান।

প্রতারক সদস্যদের একজন বলেন। এটা তো সত্যিকারের সোনা আমার কাছে টাকা থাকলে আমি নিয়ে নিতাম।

অপরজন বলেন এটা তো আসলেই সোনা আপনি নিয়ে নেন। এই বলে ছদ্মবেশে থাকা পুলিশ সদস্যকে প্রলব্ধ করতে প্রতারণার চেষ্টা করেন। এ সময় পুলিশ হাতেনাতে প্রতারকদের গ্রেফতার করে তাদের হাতে থাকার নকল স্বর্ণের বারটি উদ্ধার করে।  এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102