সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৫। ময়মনসিংহে পাচারের সময় মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার- ২। কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন। কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক প্রয়োজনঃ ড. আবুল কাশেম। বাংলাদেশি রোগী পেতে সীমান্তে মেট্রো চালু করবে ভারত। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৪ স্পটে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫। নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা।

ঝিনাইদহের কোটচাঁদপুর হারিয়ে যেতে বসেছে কামার শিল্প।

কোটচাঁদপুর (ঝিনাইদহ ) রাম জোয়াদার।
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
ঝিনাইদহে কোটচাঁদপুর হারিয়ে যেতে বসেছে কামার শিল্প।
কোটচাঁদপুর উপজেলার হারিয়ে যেতে বসেছে কামার শিল্প । আধুনিকতার চাহিদা মেটাতে না পারায় দিন দিন পিছিয়ে যাচ্ছে কামার শিল্প । আর কামার শিল্পদের জীবনে নেমে আসছে চরম দুর্দিন ।
সম্পতি এ শিল্পের উৎপাদিত পণ্যের চাহিদা কমে যাওয়ার অথনৈতিক টান পড়াতে বিপাকে পড়েছে কামার শিল্পরা দিনরাত কঠোর পরিশ্রম করে ও দু-বেলা পেটপুরে খাওয়ার সৌভাগ্য হচ্ছে না। তাছাড়া অথ অভাবে চিকিৎসা ,শিক্ষাসহ সবক্ষেত্রেই ভোগান্তির শিকার হচ্ছে কামার শিল্প তথা কারিগররা । ফলে ইতোমধ্যে অনেকেই ছেড়ে দিয়েছে বাব-দাদার এ পেশা ।
দুঃখভরা হৃদয়ে উপজেলার কোটচাঁদপুর পাসপাতিলা গ্রামের কামার শিল্পের কারিগর অরবিন্দু কমকার জানান, দেশজুড়ে দা, বটি, খুন্তা, কুড়াল, কোদাল, ছুরি, নিড়ানি, হালের যন্ত্রপাতির কিছু চাহিদা থাকলেওবেশির ভাগ  ক্ষেত্রে উৎপাদন খরচ বেশি হওয়ার লাভের পরিবতে লোকসান হচেছ ।
এ শিল্পের প্রধান উপকরন লোহা -ইস্পাত সহ কারিগরদের হাতুড়ি পেটানো সাড়াশি সহ অন্যান যন্ত্রপাতির মৃল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার এ ব্যবসা লোকসান হচেছ ।
এ ছাড়া  ১ বস্তা কাঠ কয়লা ক্রয় করতে ৩৫০/৪০০ টাকা লাগে  ৪/৫ বছর আগে অধেকের ও কমমুল্য পাওয়া যেত অথচ আমাদের তৈরী জিনিস পত্রের দাম খুব একটা বাড়েনি । তাই সরকার যদি আমাদের কামার শিল্পের দিকে সহযোগিতার হাত বাড়াতো আবার এ শিল্প মাথাউচু করে দাঁড়াতে পারবে এবং এখন আধুনিক প্রযুক্তিতে স্টিল দিয়ে নিমাণ দা, ছুরি, কুড়াল ,অন্য নিত্য প্রয়োজনীয় উপকরন বাজারে রেডিমেট কিনতে পাওয়া যায় ।
তাই অনেকে আমাদের তৈরী জিনিস ক্রয় করতে চায় না । এ কারনে অন্য হারে আমাদের জীবন হয়ে উঠেছে চরম দুবিসহ ।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102