আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার; না.গঞ্জ পুলিশের সংবাদ সম্মেলন।
গতকাল রাতে নারায়নগঞ্জের সোনারগাঁও মহাসড়কে পুলিশের চেকপোস্ট অগ্রাহ্য করে পালিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুর ১২টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
ঘটনার বর্ণনা থেকে যায়, মিলন কান্তি রায় নামে এক ব্যবসায়ী গতকাল সন্ধ্যায় বিআরটিসি বাসে করে ঢাকা থেকে নারায়নগঞ্জে আসছিলেন। পথে আড়াইহাজার নামক জায়গায় একটি মাইক্রোবাস বিআরটিসি বাসের গতিরোধ করে এবং ডিবি পরিচয় দিয়ে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত অভিযোগ দিয়ে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। এরপর গামছা দিয়ে হাত ও মুখ বেঁধে ফেলে এবং কাছে থাকা ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
গাড়িটি সোনারগাঁও মহাসড়কে পুলিশের একটি চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ গাড়িটিকে থামানোর নির্দেশ দিলে ডাকাতদল গাড়িটি না থামিয়ে দ্রুতবেগে চলে যায়। এরপর পুলিশ ধাওয়া করে গাড়িটি ধরতে সক্ষম হয় এবং ব্যবসায়ী মিলন কান্তি রায়কে উদ্ধার করে। ৭ জন ডাকাতের মধ্যে ড্রাইভারসহ ৬ জনকে ধরতে সক্ষম হয় এবং একজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে ডিবি পুলিশের কোটি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ এবং খেলনার পিস্তল উদ্ধার করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে এই ডাকাতচক্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পরিচয় দিয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিলো। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।