শেরপুরের নালিতাবাড়ীতে বিদেশী মদসহ মাদক কারবারি আটক।
র্যাব-১৪, সিপিসি-১,জামালপুর ক্যাম্পের আভিযানিক দল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে (২৪-আগষ্ট) বৃহস্পতিবার রাত ১২.৩০ মিনিটের সময় ভূরুঙ্গা কালাপানি গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ নিষিদ্ধকৃত বিপুল পরিমান বিদেশী মদসহ মো. আরিফ মিয়া (৩৩) নামে এক মাদক কারবাবিকে গ্রেফতার করে (র্যাব)
মাদক কারবারি মো.আরিফ মিয়া ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম মানিক কুড়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে (র্যাব-১৪,) সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা ভূরুঙ্গা কালাপানি গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মো.আরিফ মিয়াকে আটক করা হয়।পরে তার কাছ থেকে ২৪৯ বোতল আমদানি নিষিদ্ধ McDowell’s No-1, BLACK PURE GRAIN DELUXE WHISKY এবং Officer’s choice BLUE বিদেশী মদ উদ্ধার করে।এছাড়াও ২ টি বাটন মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করে।
উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ২ হাজার টাকা।অপরদিকে মাদক কারবারি মো.আরিফ মিয়াকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।পরে মাদক কারবারিকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে র্যাবের পক্ষ থেকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছ