১১ বছর পলাতক থাকার পরেও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রায়হানের।
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রায়হান ওরফে মুন্নাকে প্রায় ১১ বছর পর গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম।
গ্রেফতারকৃত রায়হান ওরফে মুন্না জয়পুরহাটের শান্তিনগর মাছুয়াপল্লী এলাকার মৃত মাজেদের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ ফেনসিডিল চােরাচালানের অভিযােগে ২০১২ সালের ২৪ জুন সান্তাহার রেলওয়ে থানায় মুন্নার বিরুদ্ধে বিরুদ্ধ একটি মামলা দায়ের করা হয়। সে মামলায় চলতি বছরের ৩১ জুলাই জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্নাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
অন্যদিকে আসামি কিছুদিন জেলে থাকার পর জামিন নিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্বগোপনে থাকেন। র্যাবও তাকে ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিমানবন্দর এলাকায় র্যাব-৫ ও র্যাব-১ যৌথ অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেফতার করে।
পরে তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।