তানজিলা আক্তার রুবি, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা খালিয়াজুড়ি উপজেলায় ৫ সেপ্টেম্বর শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা মহোদয়ের নির্দেশনা এবং নেত্রকোণা জেলার বিজ্ঞ জেলা প্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান মহোদয়ের তত্ত্বাবধানে নেত্রকোনার খালিয়াজুরী হাওরের প্রত্যন্ত অঞ্চলে জনসাধারণকে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করতে কৃষ্ণপুর এবং খালিয়াজুড়ি বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে মেয়াদবিহীন, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন ভোক্তা অধিকার বিরোধী কাজের জন্য ১৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১,০০,০০০(এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ আলম এ তথ্য নিশ্চিত করেন।
অপরদিকে এসময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধ, চিপস, লবণ, আচাঁর, সেমাই ও পাইপ আইসক্রিম জনসম্মুখে ধ্বংস করা হয়।
হাওরাঞ্চলে শিক্ষা বঞ্চিতসহ সকল মানুষদেরকে তাদের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করতে যাওয়া হয়। বাজার ঘুরে জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে নির্দেশনার পাশাপাশি সকলের হাতে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন-জেলার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন, মোহনগঞ্জ উপজেলার স্যানিটরি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার, খালিয়াজুরি উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ফজলুল হক খান, মদন উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মিতু সাহা, পূর্বধলা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাশিম উদ্দিন খান, কলমাকান্দা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল গনী, দূর্গাপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর, আটপাড়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আমিরুল ইসলাম ও জেলার পুলিশ লাইনের সদস্যবৃন্দ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জেলা প্রশাসন, নেত্রকোণা এবং উপজেলা প্রশাসন খালিয়াজুরী।
জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
এএসবিডি/আরএইচএস