সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ফেরারির মতো ছুটছি, সামনে কোনো ভবিষ্যৎ নেইঃ ছাত্রলীগ নেতা। বিএনপি-জামায়াতের বাড়িঘরে হামলার নির্দেশ দিলেন হাসিনা। গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন। সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার। সনাতন ধর্মাবলম্বী দুপক্ষের সংঘর্ষে প্রতিমা ভাঙচুর। সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুককে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ। তারাকান্দা নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ’র সাথে  মতবিনিময় সভা। তারাকান্দা সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত। শাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ নভেম্বর।

খালিয়াজুরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

তানজিলা আক্তার রুবি, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা খালিয়াজুড়ি উপজেলায় ৫ সেপ্টেম্বর শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা মহোদয়ের নির্দেশনা এবং নেত্রকোণা জেলার বিজ্ঞ জেলা প্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান মহোদয়ের তত্ত্বাবধানে নেত্রকোনার খালিয়াজুরী হাওরের প্রত্যন্ত অঞ্চলে জনসাধারণকে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করতে কৃষ্ণপুর এবং খালিয়াজুড়ি বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে মেয়াদবিহীন, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন ভোক্তা অধিকার বিরোধী কাজের জন্য ১৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১,০০,০০০(এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ আলম এ তথ্য নিশ্চিত করেন।

অপরদিকে এসময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধ, চিপস, লবণ, আচাঁর, সেমাই ও পাইপ আইসক্রিম জনসম্মুখে ধ্বংস করা হয়।

হাওরাঞ্চলে শিক্ষা বঞ্চিতসহ সকল মানুষদেরকে তাদের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করতে যাওয়া হয়। বাজার ঘুরে জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে নির্দেশনার পাশাপাশি সকলের হাতে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন-জেলার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন, মোহনগঞ্জ উপজেলার স্যানিটরি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার, খালিয়াজুরি উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ফজলুল হক খান, মদন উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মিতু সাহা, পূর্বধলা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাশিম উদ্দিন খান, কলমাকান্দা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল গনী, দূর্গাপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর, আটপাড়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আমিরুল ইসলাম ও জেলার পুলিশ লাইনের সদস্যবৃন্দ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জেলা প্রশাসন, নেত্রকোণা এবং উপজেলা প্রশাসন খালিয়াজুরী।

জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

 

এএসবিডি/আরএইচএস

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102