সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে নকল স্বর্ণ প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার।
অদ্য-১০/০১/২০২২খ্রিঃ অনুমান ১৪:৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব দেবাশীষ সরকার এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ)/ মোঃ আক্তারুজ্জামান পাঠান, কনস্টেবল/৯৫৫ আব্দুল কাদির, কনস্টেবল/৩০৪ আব্দুস সামাদ, কনস্টেবল/১০০৩ সুজিত দাস, কনস্টেবল/৯২৪ শিবলু আলী, কনস্টেবল/১৮৩২ জীবেন্দ্র চন্দ্র দাস-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানাধীন পাঠানটুলা মহনা বাসা নং-৮১, কালা মিয়ার বাড়ীর ২য় তলা, ১০১নং রুমে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ইদ্রিস মিয়া (৩৮), পিতা- মৃত ছাবুদ আলী, সাং- পূর্ব আষ্টগ্রাম, ০৪নং ওয়ার্ড, ছমেদ সরদারর হাটি, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে- চকতিলক সাহারপাড়া, ইউনিয়ন- সৈয়দপুর, ০৭নং ওয়ার্ড, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ জেলা- সিলেট নামীয় এক নকল স্বর্ণ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীদের হেফাজাত হতে ০১টি পিতলের মূর্তি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত আলামত পিতলের মূর্তিটি মোছাঃ রুবিনা বেগম (৩৫), স্বামী- সুজন মিয়া, সাং- মিরপুর, থানা- জালালাবাদ, জেলা- সিলেট, বর্তমানে-পাঠানটুলা, মহনা, বাসা নং- ৮১, থানা- জালালাবাদ, জেলা- সিলেট এর নিকট বিক্রি করে নগদ টাকার হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে।